অ্যাম্বুলেন্স নিয়ে রাতের অন্ধকারে কাঁকসার গভীর জঙ্গলে চলত গাড়ি থামিয়ে ছিনতাই। পথ চলতি মানুষ সর্বশান্ত হতেন। অ্যাম্বুলেন্সের আড়ালে পুলিশের নজর এড়িয়ে গভীর রাতে বেশ চলছিল এই লুঠপাটের কাজ। কাঁকসা থানার পুলিশ দুষ্কৃতিদের এই কৌশল জানতে পেরে ফাঁদ পেতে হাতেনাতে ধরে ফেললো এক ছিনতাইবাজকে। চক্রের বাকিরা সুযোগ বুঝে পালিয়ে যায়।

জানা গেছে, কখনো কাঁকসার মলানদিঘির গভীর জঙ্গলে। কখনো বড়গেড়িয়া, আবার কখনো কাটাবেড়িয়া বা বিষ্ণুপুর। বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে এই অ্যাম্বুলেন্সে করে পথ চলতি গাড়ি থামিয়ে ছিনতাই করত এই চক্র বলে অভিযোগ। বৃহস্পতিবার কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ ফাঁদ পেতে এক দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে। রাতের অন্ধকারে বাকিরা পালিয়ে যায়। জানা গেছে, ধৃত দুষ্কৃতির নায় সঞ্জয় সিং। ধৃত সঞ্জয় সিং বড়গেড়িয়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বেসরকারি সংস্থার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সাত যুবক রাতের অন্ধকারে বেশ কিছুদিন ধরেই কাঁকসার বিভিন্ন নির্জন রাস্তায় এই দুষ্কর্ম চালাচ্ছিল। পুলিশ শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে আদালতের নির্দেশে তাঁকে পুলিশ হেফাজতে নেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের ধরার তৎপরতা শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook