ভোট মিটতেই ফের মাফিরারাজ শুরু হল ইসিএল এলাকায়। বুধবার এক অবৈধ ইটভাটাকে কেন্দ্র করে খাস কাজোড়ায় দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটল। উত্তপ্ত হল গোটা এলাকা। এসিপির (পূর্ব) নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় তল্লাশি চালিয়ে বেশকিছু বোমা উদ্ধার করেছে এবং ঘটনায় যুক্ত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে বলে জানা গেছে।

খাস কাজোড়ার একটি অবৈধ ইটভাটা কার দখলে থাকবে এই ইস্যুতে দুই যুযুধান গোষ্ঠীর মধ্যে বুধবার সকাল থেকে ব্যাপক সংঘর্ষ বেধে গিয়ে গোটা খাস কাজোড়া এলাকা উতপ্ত হয়। বুধবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয় যুযুধান দুই গোষ্ঠীর মধ্যে। এই ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় মোতায়েন করা হয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook