লোকসভা ভোটে প্রখর রোদ মাথায় নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়‌ নিরাপত্তার কর্তব্য পালন করে গণনার আগের দিন সেই গরমের কাছে হার মানলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। মৃত জওয়ানের নাম এস সোমি তাংখুল। মণিপুর রাইফেলসের ৬ নং ব্যাটালিয়নের জওয়ানেরা দমদম থেকে ভোটের ডিউটি সেরে বুধবার দুর্গাপুরে ফেরার পথে বুদবুদের একটি হোটেলে খাবার খেয়ে এস সোমি তাংখুল প্রবল দাবদাহে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি অসুস্থ ওই জওয়ানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক ভি কে সিং বলেন, ‘প্রবল দাবদাহে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এস সোমি তাংখুলের।’ জানা গেছে, দুর্গাপুরের গোপালমাঠ স্কুলে ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য একটি ক্যাম্প করা হয়েছিল। দুর্গাপুরের ভোট পর্ব মিটতেই ওই ক্যাম্পের জওয়ানদের ডিউটি পড়ে কলকাতা সহ দমদমে। দমদম থেকে ফেরার সময় বুধবার বুদবুদের একটি হোটেলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ওই জওয়ান। জানা গেছে, ময়নাতদন্তের পর কেন্দ্রীয় বাহিনী মৃত জওয়ানের মৃতদেহ তাঁর বাড়িতে পাঠানোর তোড়জোড় শুরু করেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook