.

রেল লাইনে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুরে। রেল পুলিশ বোমা উদ্ধার করে এবং পুলিশ কুকুর নিয়ে রেল লাইনে তল্লাশি চালায় রেল পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সকাল নটা নাগাদ রেল লাইনে কর্মরত রেল কর্মীরা দুর্গাপুর পূর্ব রেল গেট থেকে ২ কিলোমিটার দূরে দেশবন্ধু নগর কলোনি এলাকায় লাইনের উপর বোমা পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেন। রেল পুলিশ ও জিআরপি যৌথভাবে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করে আর কোন বোমা আছে কি না তা খতিয়ে দেখতে লাইন বরাবর তল্লাশি চালায়। কিভাবে রেল লাইনের উপর বোমা এল তা তদন্ত করে দেখছে রেল পুলিশ।

Like Us On Facebook