কাঁকসার গড় জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হলে এলাকার চাঞ্চল্য ছড়াল শুক্রবার। সূত্র মারফৎ জানা গেছে, এদিন কাঁকসার শিবপুর রোড থেকে গড় জঙ্গলের ভিতর গভীর জঙ্গলের মোরাম রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
জানা গেছে, মৃতদেহের কানের পিছনে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয় মানুষ কাঁকসা থানায় খবর দিলে পুলিশ তড়িঘড়ি গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। খবর সংগ্রহ করা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে। স্থানীয় গ্রামবাসীদের অনুমান বাইরে থেকে কে বা কারা ওই ব্যক্তিকে এনে গভীর জঙ্গলের মধ্যে খুন করছে।
Like Us On Facebook