পরিবহণ দপ্তরের চেকপোস্টে বসে ব্যাপক হারে তোলাবাজি করার অভিযোগ পেয়ে গোপন সূত্রে তদন্ত চালিয়ে শুক্রবার বর্ধমানের ২নং জাতীয় সড়কে বামবটতলা এলাকার চেকপোস্ট থেকে অ্যান্টি কোরাপশন ব্যুরো (এসিবি) গ্রেপ্তার করল বিশ্বজিত সরকার নামে মোটর ভেহিকেলস দপ্তরের এক ইনস্পেক্টরকে। একইসঙ্গে তাঁর দুর্গাপুরের বাড়িতে এবং বর্ধমানের নবাবহাটের কাছে ফাগুপুরের কার পার্কিং এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট প্রায় ৯ কোটি টাকা।

জানা গেছে, শুক্রবার আচমকাই এসিবির একঝাঁক অফিসার ও কর্মী হানা দেন প্রথম বামবটতলার ওই চেকপোস্টে। সেখান থেকেই তাঁরা গ্রেপ্তার করেন বিশ্বজিত সরকারকে। হাতকড়া পড়িয়েই তাঁকে তোলা হয় গাড়িতে। এই চেকপোস্ট থেকেই ৫ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয় বলে জানা গেছে। যদিও এই ঘটনা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন খোদ জেলা পরিবহণ দপ্তরের আধিকারিক থেকে জেলা প্রশাসনের কর্তারাও। জেলা পরিবহণ আধিকারিক আবরার আলম জানিয়েছেন, এব্যাপারে তিনি কিছু বলবেন না। তবে তিনি স্বীকার করেছেন বিশ্বজিত সরকার নামে ওই পরিবহণ দপ্তরের ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এই চেকপোস্টগুলিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই গাড়ি দাঁড় করিয়ে সরকারি হিসাব বর্হিভূতভাবে যথেচ্ছভাবে অর্থ আদায় তথা তোলাবাজির অভিযোগ উঠেছে বারবার। সম্প্রতি এক প্রভাবশালী তৃণমূল নেতার গাড়ি আটকে অতিরিক্ত টাকা আদায় করারও অভিযোগ উঠেছিল। এদিকে, জানা গেছে, শুক্রবার বিশ্বজিত সরকারকে হিসাব বর্হিভূত অর্থ আদায় করার অভিযোগে গ্রেপ্তারের পর তাঁকে শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার সেল কো-অপারেটিভ কলোনীতে। এখানেই গত ৫ বছর ধরে তিনি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে ছিলেন। জানা গেছে, বিশ্বজিতবাবুকে গাড়িতে রেখেই এসিবির দল রাত্রি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ম্যারাথন তল্লাশি চালান। উদ্ধার করা হয় নগদ টাকা সহ জরুরী কাগজপত্রও। শুক্রবার গভীর রাতেই তাঁরা ফিরে আসেন বর্ধমানের নবাবহাট এলাকার ফাগুপুর কার পার্কিং জোনে। সেখানেও তাঁরা কয়েকঘণ্টা ধরে অভিযান চালানোর পর বিশ্বজিত সরকারকে নিয়ে এসিবি কলকাতায় রওনা হয়ে যান। ফাগুপুরেই বিশ্বজিতবাবুর ঘনিষ্ট বেশ কয়েকজনকে এদিন তাঁরা জেরাও করেন। একইসঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তাও এখন এসিবির আতস কাচের নিচে রয়েছে বলে জানা গেছে।

এদিকে, এসিবির এই হানাদারির পর শুক্রবার আতঙ্কে বামবটতলার চেকপোস্টে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সারাদিনই বন্ধ ছিল চেকপোস্ট। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আর্থিক দুর্নীতির দায়ে এসিবি বিশ্বজিতবাবুকে গ্রেপ্তার করেছে বলে এসিবি তাঁদের রিপোর্ট দিয়েছেন। তবে ঠিক কি ধরণের অভিযোগ সে সম্পর্কে কিছু জানায়নি। পাশাপাশি চেকপোস্ট বন্ধ থাকার বিষয়ে তিনি জানিয়েছেন, ওটি সরকারি চেকপোস্ট। পুনরায় তা স্বাভাবিকভাবেই চালু হবে।

Like Us On Facebook