এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের বেনাচিতির শ্রীনগর পল্লীতে। জানা গেছে, মৃত গৃহবধূর নাম ময়ূরী ওরফে রিয়া। শ্রীনগর পল্লীর সৌমেন দে’র সঙ্গে তিন মাস আগে বিয়ে হয় রিয়ার।

শুক্রবার সকালে হঠাৎ করে সৌমেন দে রিয়ার মা চন্দ্রানী মুখার্জীকে ফোন করে তাড়াতাড়ি শ্রীনগর পল্লীর বাড়িতে রিয়াকে দেখতে আসতে বলেন বলে জানান চন্দ্রানীদেবী। বিশদ না জানালেও রিয়ার মা বিপদ আঁচ করেন বলে জানান। রিয়াকে দেখতে এসে রিয়ার অগ্নিদগ্ধ মৃতদেহ দেখে পরিজনদের জানালে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপরেই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

মৃতার স্বামী সৌমেন দে ও মৃতার ননদাইকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান করতে তদন্তে নেমেছে। মৃতার মা চন্দ্রানী মুখার্জীর দাবি, বিয়ের পর থেকে আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। মৃতার মা মেয়ের খুনে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ২ নম্বর বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার বলেন, আমার ওয়ার্ডে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। তবে মৃতার স্বামী সৌমেন দে’র পাড়ায় যে সুনাম রয়েছে সেই দাবি জানান ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রমা প্রসাদ হালদার।

Like Us On Facebook