৪৫ বছর বয়সি এক ট্যাঙ্কার চালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। স্থানীয় সুত্রে জানা গেছে, স্টিল টাউনশিপ এ-জোন সেকেন্ডারির ১৪নং স্ট্রিটের বাসিন্দা সওনাম সিং-কে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও পা ভাঙা অবস্থায় শনিবার সকালে স্থানীয় একটি মন্দিরের পাশে থেকে পাওয়া যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে সওনামের অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান জেলা হাসপাতালে স্থানান্তর করার আগেই মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সওনামের পরিবারের অভিযোগ সওনামকে কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এক তেল মাফিয়ার সঙ্গে পুরানো বিবাদের জেরেও সওনাম খুন হতে পারে বলে সওনামের পরিবারের আশঙ্কা। শনিবার সওনামের অন্তেষ্টির জন্য থানায় অভিযোগ করা হয়নি। রবিবার সওনামের পরিবার এই রহস্যময় খুনের কিনারা করে দোষীদের শাস্তি দিতে পুলিশের দ্বারস্থ হচ্ছে বলে জানা গেছে।