অভিলাষে ভাইফোঁটা

রক্তের সম্পর্কে ওরা কেউ কারোর নয়। কিন্তু সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘অভিলাষ’ ওদের ভাইবোনের সম্পর্ক স্থাপন করে দিয়েছে। দুর্গাপুরের মলানদীঘির আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা অভিলাষে শনিবার ভাইফোঁটা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। অভিলাষে পড়তে আসা আবাসিক মেয়েরা আবাসিক ভাইদের দীর্ঘায়ু কামনা করে অভিলাষে পড়তে আসা আবাসিক ভাইদের কপালে ফোঁটা দিল। ভাইফোঁটা উপলক্ষে এদিন মলানদিঘীর অভিলাষে উৎসবের আমেজ তৈরি হয়। অভিলাষের আবাসিকরা পায়েস-মিষ্টি সহযোগে ভাইফোঁটার পর দুপুরে ভাইবোনেরা এদিনের বিশেষ মেনু পাঁচরকম ভাজা মাংস সহকারে ভোজন সারে।

পাশাপাশি দুর্গাপুরে নিরোগ হেল্থ ক্লাবেও এদিন বিশেষ ভাইফোঁটার আয়োজন করা হয়। আত্মীয়স্বজন বিদেশে থাকায় একাকীদের সঙ্গ দিতে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান সংলগ্ন নিরোগ হেল্থ ক্লাবের ষাটোর্ধ সদস্যরা ক্লাবের মধ্যে ভাইফোঁটা পালন করেন।

নিরোগ হেল্থ ক্লাবের ভাইফোঁটা
Like Us On Facebook