বাবা ও মেয়ের রহস্যময় মৃত্যুকে ঘিরে বুধবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের বামুনাড়ার বিবেকানন্দ পল্লীতে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম নৃপেন্দ্রনাথ চক্রবর্তী (৫০) ও নেহা চক্রবর্তী (১৪)। বাবার দেহ ঝুলন্ত অবস্থায় ও মেয়েকে বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। একটি সুইসাইড নোট পাওয়া গেছে যাতে মৃত মানসিক চাপে ছিল বলে লেখা আছে। পুলিশের প্রাথমিক অনুমান মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন নৃপেন্দ্রনাথবাবু। মুচিপাড়ায় একটি দশকর্মার দোকান রয়েছে নৃপেন্দ্রনাথবাবুর। মেয়ে নেহা শারীরিক প্রতিবন্ধী।

স্থানীয় মানুষজন জানান, গত কয়েকদিন ধরে বাবা ও মেয়েকে তাঁরা দেখতে পাচ্ছিলেন না। এরপর সন্দেহবশতঃ ফোন করা হয় পুলিশে। পুলিশ এসে তালা ভেঙে বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাঁকসার এসিপি শাশ্বতী সামন্ত সহ আইসি। এসিপি বলেন, ‘প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে মানসিক চাপ সহ্য করতে না পারার কথা বলা হয়েছে। সব দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।’ জানা গেছে, নৃপেন্দ্রবাবুর স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ থাকায় ভাইয়ের বাড়িতে আছেন। স্ত্রী ও মেয়ে দু’জনের অসুস্থতায় মানসিক চাপ থেকেই এই চরম সিদ্ধান্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সবদিক খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

Like Us On Facebook