গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা পঁচাশি বছর বয়সী জীবলাল প্রসাদ মোদি। শুক্রবার অঙ্গদপুরে নুতন পল্লীর হোগলা জঙ্গলে জীবলাল প্রসাদের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, দুদিন আগে জীবলালবাবু তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এদিন সকালে স্থানীয় মানুষজন এলাকার হোগলা জঙ্গলে জীবলালবাবুর মৃতদেহ দেখতে পান। স্থানীয়রা মৃতের পরিবার ও পুলিশকে খবর দেয়। মৃতের ছেলে গোবিন্দ প্রসাদ বলেন, ‘বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। চোখেও দেখতে পেতেন না ঠিকমত। গত দু’দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। আমরা ডিটিপিএস থানায় ডায়রি করেছিলাম। নিখোঁজ পোস্টারিং করি বিভিন্ন এলাকায়। আজ বাবার মৃতদেহ উদ্ধার হল স্থানীয় হোগলার জঙ্গলে। পুলিশ রহস্যজনক মৃত্যু নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook