স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে দুর্গাপুরের খয়রাশোলে এসপিএস এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ১০৬ তম জন্মদিবস। তাই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নয়, স্বেচ্ছা রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রয়াত বাম জননেতা জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান বাম শ্রমিক সংগঠনের কর্মীরা।
এদিন খয়রাশোলের শ্রমিক ভবনে স্বেচ্ছায় ৪৭ জন রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সমস্ত প্রবীণ ও নবীন প্রজন্মের বাম নেতৃবৃন্দ। ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাডব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা. করবী কুন্ডু। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সিপিএম কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর জন্মদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এমএএমসিতেও সান্ধ্যকালীন স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?