আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আমন্ত্রণ পত্র দুর্গাপুরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া শুরু করল বিজেপি। পাশাপাশি মানুষজনের কাছ থেকে সরকার চালানোর বিষয়ে মূল্যবান পরামর্শ সঙ্গের ড্রপবক্সে দেওয়ার আবেদন নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন বিজেপি কর্মীরা। এবার মূলতঃ ঘরে ঘরে গিয়ে প্রচারে জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। প্রচারের এই অভিনব কৌশলের বিষয়ে বৃহস্পতিবার জানান বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্ত।
বৃহস্পতিবার ডিপিএল টাউনশিপ, লেবারহাট সহ বেশ কিছু এলাকায় ঘরে ঘরে পোস্টকার্ড নিয়ে গিয়ে প্রচারের ফাঁকে মানুষের মূল্যবান মতামত ওই পোস্টকার্ডে লিখে ড্রপ বক্সে ফেলার আবেদন রাখলেন বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার প্রচারের এই কর্মসূচীতে জেলা বিজেপি নেতৃত্বের অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার প্রথম দুর্গাপুর মহকুমাতে ভোট প্রচার শুরু করল বিজেপি। সঙ্গে চলল নরেন্দ্র মোদীর ৭ মার্চ ব্রিগেড সভার প্রচার।