দুঃসময় যেন পিছু ছাড়ছে না জিতেন্দ্র তিওয়ারির। কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করেন। এলাকায় এমনটাই রটে যায় যে, বিজেপির পক্ষ থেকে তাঁকে পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রার্থী করা হচ্ছে। তারপর থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা, বহুলা, ঝাঁঝরা বিভিন্ন এলাকায় পুরানো বিজেপি কর্মীরা জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করার বিরোধিতায় নামেন। জিতেন্দ্র তিওয়ারিকে পাণ্ডবেশ্বরে প্রার্থী করলে, বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করানো হবে, এই মর্মে দেওয়াল লিখন শুরু হয়ে যায়।

তুষার পাল নামে স্থানীয় এক বিজেপি কর্মীর কথায়, জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল বিধায়ক থাকাকালীন বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছেন। এলাকার বেকার যুবকদের কয়লা চোর বানিয়েছেন। তিনি একজন দুষ্টু লোক। জিতেন্দ্র তিওয়ারির জন্য এলাকার বহু বিজেপি কর্মী আজও ঘরছাড়া। নানান মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হয়েছে। তাই তাঁকে মেনে নেওয়া যাচ্ছে না। স্থানীয় বিজেপি কর্মীরা জানান, এ ব্যাপারে তাঁরা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন। যাকে খুশি প্রার্থী করা হোক আপত্তি নেই তাঁদের, শুধু জিতেন্দ্র তিওয়ারিকে এই এলাকায় প্রার্থী হতে দেবেন না।

Like Us On Facebook