রাজ্যের শিক্ষকরা প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পিআরটি স্কেল, কেন্দ্রীয় সরকারি হারে ডিএ এবং বেতন থেকে বঞ্চিত রাজ্যের শিক্ষকরা। সঙ্গে চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি। মঙ্গলবার এইসব একগুচ্ছ দাবিতে সোচ্চার হয়ে বিজেপির শিক্ষক সেল দুর্গাপুরের মহকুমাশাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। এই বিক্ষোভ সভায় বিজেপির রাজ্য সম্পাদক রাজু মুখার্জী উপস্থিত শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে সোচ্চার হন। এদিন মহকুমাশাসক ও ডিআইকেও দাবি দাওয়া সমূহের স্মারকলিপি দেওয়া হয় বিজেপির শিক্ষক সেলের পক্ষ থেকে।

বিজেপির রাজ্য সম্পাদক রাজু মুখার্জি এদিন কাটমানি ইস্যুতেও সুর চড়ান। রাজু মুখার্জি বলেন, ‘কাটমানি ফেরৎ চাইতে সাধারণ মানুষ এবার স্থানীয় নেতৃবৃন্দের কাছে যাবে না, এবার প্রতারণার শিকার হওয়া সাধারণ মানুষ কাটমানি ফেরৎ চাইতে সোজা কালীঘাটে পৌঁছে যাবে।’ এদিন বিজেপির শিক্ষক সেলের বিক্ষোভ সভার পাশাপাশি বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পশ্চিম বর্ধমান জেলার শিক্ষকরাও সোমবার কলকাতায় শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে মিছিলে পুলিশের লাঠিচার্জ সহ আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদে সরব হন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook