এক দিনে প্রায় ৫০০ জন সদস্য সংগ্রহ করে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে গতি দিল পশ্চিম বর্ধমান জেলা মহিলা মোর্চার সদস্যরা। রবিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার মামড়া বাজারে় বিজেপির এনটিএস মন্ডলের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা মহিলা মোর্চার সদস্যরা সদস্য সংগ্রহ অভিযানে নামেন।
এদিনের সদস্য সংগ্রহ অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ভারতী চক্রবর্তী। বিজেপির মহিলা মোর্চার অন্যান্য সদস্যারাও ভারতী চক্রবর্তীর সঙ্গে সদস্য সংগ্রহ অভিযানে নামেন রবিবার। পাশে ছিলেন এনটিএস মন্ডলের দায়িত্বপ্রাপ্ত বিজেপি কর্মীরা। এদিন মহিলা মোর্চার সদস্যরা মামড়া বাজারে বিজেপির সদস্য পদ গ্রহণের জন্য আগতদের সদস্য পদ গ্রহণ করিয়ে হাতে গেরুয়া মিষ্টির প্যাকেট তুলে দিলেন। জানা গেছে মহিলা মোর্চার সদস্যরা এদিন সদস্য সংগ্রহ অভিযান করে কেবলমাত্র মামড়া বাজার এলাকা থেকেই প্রায় ৫০০ সদস্য সংগ্রহ করেন। মহিলা মোর্চার এই কৃতিত্বে খুশি গেরুয়া শিবির।