করোনা আক্রান্ত বিজেপি কর্মীর বাবার দেহ সৎকারে এগিয়ে এলেন তৃণমূলের প্রধান ও উপপ্রধান। বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে দেহ নিয়ে গিয়ে সৎকার করেন। দেহ সৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন নি বলে অভিযোগ। জামালপুরের হাবাসপুর এলাকার ঘটনা।
জামালপুরের হাবাসপুরের বাসিন্দা নীতিশ বালার বাবা করোনা আক্রান্ত হয়ে আজ সকালে মারা যান। অভিযোগ, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় প্রতিবেশীরা এগিয়ে আসেন নি দেহ সৎকারে। এলাকার পঞ্চায়েত সদস্য মারফত খবর যায় পাঁচড়া এলাকার পঞ্চায়েত প্রধান লালু হেমব্রমের কাছে। তিনি তৎক্ষণাৎ উপপ্রধানকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে যান এবং তাঁকে আশ্বস্ত করেন। এরপরই পঞ্চায়েত প্রধানের উদ্যোগে কোভিড বিধি মেনে বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে দেহ তুলে জামালপুর শ্মশানে আসেন। এমনকি দেহ সৎকার না হওয়া পর্যন্ত্য প্রধান, উপপ্রধান সহ তৃণমূল কর্মীরা শ্মশানে থেকে দেহ সৎকারে সাহায্য করেন। বাবার দেহ সৎকারে তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ তৃণমুল কর্মীরা এগিয়ে আসায় প্রধানকে ধন্যবাদ জানান বিজেপি কর্মী নীতিশ বালা।