গলসির ভুঁড়ি অঞ্চলের মেরুয়াল গ্রামে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। একটি থলির মধ্যে মজুত ছিল বেশ কয়েকটি বোমা। খবর পেয়ে গলসি থানার পুলিশ পৌঁছে এলাকা ঘিরে দেয়। খবর দেওয়া হয় সিআইডির বোম ডিস্পোজাল স্কোয়াডকে। পুলিশ সূত্রে জানা গেছে, মেরুয়াল গ্রাম থেকে দাস পাড়া যাওয়ার রাস্তার পাশে মাঠে ওই বোমাগুলি রাখাছিল।

ভুঁড়ি অঞ্চল তৃণমূল সভাপতি সুবোধ ঘোষ বলেন, আদিবাসী পাড়ার লোকেরা মাঠে গেলে প্রথমে তাদের নজরে আসে ওই ব্যাগটি। তাঁরা কাছে গিয়ে দেখতে পান নারকেলের মতো বড় বড় দুটি বোমা উপর থেকে দেখা যাচ্ছে। থলির ভিতরে কুঁড়ো বা বালি দিয়ে ওই বোমা রাখা আছে। থলিতে বড় বড় চার পাঁচটি বোমা আছে বলে তাঁর প্রাথমিক অনুমান। তাঁর দাবি, ভোটের আগে থেকেই বিজেপি এলাকা উতপ্ত করে রেখেছিল। তিনি সেই খবর প্রসাশনকে জানিয়ে ছিলেন। ভোট মেটার পরও পার্শ্ববর্তী নদীর বাঁধ এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা উদ্ধার করেছিল পুলিশ। আবারও মেরুয়াল গ্রামে বোমা উদ্ধার হওয়ায় তাঁর দাবি, বিজেপি এলাকায় অশান্তি পাকাতেই ওই বোমা মজুত করে রেখেছিল।

তবে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ সিকদার ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বোমাবাজির রাজনীতি বিজেপি করে না। ওসব তৃণমূলের কাজ।’ কোথা থেকে ওই বোমাগুলি এল তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

Like Us On Facebook