মঙ্গলবার দুর্গাপুরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন বিজেপি রাজ্য কমিটির সদস্যা চন্দ্রমল্লিকা। পরিচয় পত্রে গোস্বামী ও বন্দোপাধ্যায় দুটি পদবি নিয়ে টেকনিক্যাল ত্রুটি থাকায় দুর্গাপুরের রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক অর্ঘ প্রসূন কাজী সোমবার চন্দ্রমল্লিকার মনোনয়নপত্র জমা নেননি বলে অভিযোগ করেন চন্দ্রমল্লিকা। মঙ্গলবার সেই সব ত্রুটি সংশোধন করে ফের মনোনয়নপত্র জমা দেন মহকুমা কার্যালয়ে। এরপরেই তৃপ্তির হাসি হাসেন চন্দ্রমল্লিকা। দলের জেলা সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের একসময়ের ছায়াসঙ্গী রবিবার হঠাৎ করে লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতি সহ নানান অভিযোগ তুলে লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য নিজের নাম নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপরেই তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানান চন্দ্রমল্লিকা। এরজন্য তাঁকে বাড়িও ছাড়তে হয় বলে অভিযোগ চন্দ্রমল্লিকার।
সোমবার সমস্ত বাধা কাটিয়ে দুর্গাপুর মহকুমা কার্যালয়ে চন্দ্রমল্লিকা নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা জন্য করার মনোনয়নপত্র জমা দেন। চন্দ্রমল্লিকা বলেন, ‘বিজেপির আমি একজন অনুগত সৈনিক। দলের আদর্শকে বিসর্জন দিয়ে লক্ষণ ঘড়ুই বিভিন্ন দুর্নীতিতে জড়িত। দলের নাম কালিমালিপ্ত করেছেন। দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আমি বিজেপির আদি কর্মীদের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে জয়ী হয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করব। দুর্গাপুরের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করব।’ এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চন্দ্রমল্লিকার সঙ্গে সর্বক্ষণ ছিলেন বাবা সমীর গোস্বামী এবং স্বামী সৌমেন বন্দ্যোপাধ্যায়।