আগামী ১৭ এপ্রিল বর্ধমান জেলায় পঞ্চম দফার নির্বাচনকে মাথায় রেখে বিজেপি এবং তৃণমূলের হেভিওয়েট প্রচারকে ঘিরে ক্রমশই তাতছে গোটা জেলা। এরই মাঝে ১২ এপ্রিল বর্ধমানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির জেলা সভাপতি অভিজিত তা জানিয়েছেন, আগামী ১২ এপ্রিল বর্ধমানের সিউড়ি রোডের তালিতের কাছে সাই কমপ্লেক্সে প্রধানমন্ত্রী সভা করবেন। মঙ্গলবার সাই মাঠের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিজেপির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্রজিত সিংহ আলুওয়ালিয়া সহ জেলা ও রাজ্যস্তরের বিজেপি নেতৃবৃন্দ।
বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগে ৯ এপ্রিল বর্ধমানে আসছেন জেপি নাড্ডা। তিনি বর্ধমান শহর তথা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে রোড শো করবেন। এছাড়াও গোটা জেলার পঞ্চম দফার নির্বাচনকে মাথায় রেখে আরও কয়েকটি জায়গায় তিনি সভা করতে পারেন বলে জানা গেছে। এদিকে, একদিকে যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এসে জেলায় নির্বাচনী ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির।
এদিকে, পঞ্চম দফার নির্বাচনকে সামনে রেখে ৯ তারিখেই বর্ধমানের ৩ জায়গায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ওইদিন তিনি প্রথমে জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝির সমর্থনে সভা করবেন। সেখান থেকে তিনি মেমারির গন্তারে মেমারির তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য্যের সমর্থনে সভা করবেন। ওইদিন তাঁর শেষ সভা করার কথা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ মালিকের সমর্থনে বর্ধমানের জোতরাম ফুটবল ময়দানে। তৃণমূল সূত্রে জানা গেছে, প্রতিটি সভাতেই লক্ষাধিক মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দলীয় স্তরে চলছে ব্যাপক প্রচার।
