দুর্গাপুর পুরসভায় দুর্নীতি ও বেহাল পরিষেবার অভিযোগে অবিলম্বে পুরসভা ভেঙে পুরভোটের দাবি জানাল পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব। বুধবার সকালে দুর্গাপুর পুরসভা ঘেরাও কর্মসূচি পালন করে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে মিছিল করে এসে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পুরসভার মেয়র দিলীপ অগস্তিকে এক গুচ্ছ দাবিতে স্মারকলিপি জমা দেয় বিজেপি প্রতিনিধি দল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, ‌’২০১৭ সালে তৃণমূল কংগ্রেস মানুষের ভোট লুট করে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে দুর্গাপুর পুরসভায় ক্ষমতায় আসে। লোকসভা ভোটের নিরিখে এখন দুর্গাপুর পুরসভার ৪৩ টি ওয়ার্ডের মধ্যে ৪০ টিতেই বিজেপির প্রাধান্য রয়েছে। আমরা এখনই দুর্গাপুর পুরসভা ভেঙে দিয়ে পুরভোট করার দাবি জানাচ্ছি।’

এদিনের বিক্ষোভ সমাবেশে কাঁকসায় খুন হয়ে যাওয়া বিজেপির বুথ কর্মী সন্দীপ ঘোষের বাবা বক্তব্য রাখেন। সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষ ছেলের খুন হওয়ার পর সেই সময় বিজেপির দেওয়া পাঁচ লাখ টাকা অনুদান ফেরৎ দেওয়ার ব্যাপারে বলেন, ‘তৃণমূল কংগ্রেস ও পুলিশ চাপ সৃষ্টি করেছিল আমার উপর। এতদিন পুলিশের চাপে মুখ খুলতে পারিনি।’ দুর্গাপুর পুরসভায় এদিন বিজেপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ডিএমসির সামনের রাস্তা বেশ কিছুক্ষণ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook