সোমবার দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে আমরা দলীয় কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে যাব। যদি তৃণমূল কংগ্রেস গুন্ডাদের কোন বাধার সম্মুখীন হতে হয় আমাদের তাহলে আমরাও মারের বদলা মার দেব। আমাদের রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ ‘মার কা বদলা মার’ দিতে নির্দেশ দিয়েছেন, আমরা আত্মরক্ষার জন্য এবার রাজ‍্য সভাপতির সেই নির্দেশ পালন করব। রবিবার দুর্গাপুর থানায় নিজের হাতে ছুরিকাঘাত ও বিজেপি কর্মীদের উপর উপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের নামে অভিযোগ জানাতে গিয়ে ব‍্যর্থ হয়ে এই হুমকি দেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই।

বিজেপি রাজ‍্য আইনজীবী সেলের নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করতে দুর্গাপুর থানায় যান। লক্ষণ ঘড়ুই ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, ওসি দুর্গাপুর উচ্চ পদস্থ আধিকারিকরা না থাকার অজুহাতে আসলে টালবাহানা করে অভিযুক্তদের নামের তালিকায় আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারির নাম থাকায় অভিযোগ নিতে অস্বীকার করেন। লক্ষণ ঘড়ুই ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, থানা ঘুরিয়ে দিলেও দুর্গাপুর আদালতের দ্বারস্থ হয়ে শনিবারে দুর্গাপুরের বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের হামলার বিচার চাইব আমরা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

অভিযোগ, শনিবার দলীয় কর্মীদের মনোনয়নপত্র জমা করাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রান্ত হন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষন ঘড়ুই সহ বিজেপি কর্মীরা। লক্ষণ ঘড়ুই ছুরিকাহত হন। বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারির উস্কানিতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। পুলিশ সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করে শনিবার। অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের নাম থাকায় পুলিশ বিজেপি কর্মীদের অভিযোগ নিল না বলে অভিযোগ বিজেপি কর্মীদের।


Like Us On Facebook