হাতির হামলায় এক ব‍্যাক্তি গুরুতরভাবে আহত হওয়ায় দুর্গাপুরের রাজবাঁধের গৌরি দেবী হাসপাতালে ভর্তি করা হল রবিবার। ঘটনাটি ঘটেছে বুদবুদ এলাকায়। আহত ব‍্যাক্তির নাম মহম্মদ সুকুর আলি। বর্তমানে সুকুর আলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বুদবুদ থানার ওসি অজয় মন্ডল ঘটনার কথা স্বীকার করেছেন।

সূত্র মারফৎ জানা গেছে, ১৫ মার্চ ভোরে বাঁকুড়ার পাত্রসায়ের থেকে পূর্ব বর্ধমানের গলসির লোয়া সন্তোষপুরে তাণ্ডব চালিয়ে একটি দাঁতাল হাতি পানাগড় সেনা ছাউনি লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গল গভীর হওয়ায় বন দপ্তরের কর্মীরা হাতিটিকে বের করতে পারেন নি। প্রায় তিন সপ্তাহ ধরে হাতিটি ওই জঙ্গলেই রয়েছে। পুনরায় ওই জঙ্গলে হাতিটিকে দেখতে পাওয়া যাওয়ায় রবিবার বাঁকুড়া থেকে শ’খানেক হুলা পার্টি সদস্যকে আনা হয় সেনা ছাউনি লাগোয়া জঙ্গল থেকে হাতিটিকে বের করে ফের বাঁকুড়ার দিকে ফেরৎ পাঠাতে। জানা গেছে, এদিন হাতি তাড়াতে গিয়ে আহত হন সুকুর আলি নামে এক হুলা পার্টি সদস্য। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Like Us On Facebook