দুর্গাপুর বণিক সভা দুর্গাপুরের বিভিন্ন বাজার এলাকায় জনসাধারণের ব্যবহারের জন্য ৮ টি দূষণমুক্ত বায়ো টয়লেট বসানোর জন্য জমির আবেদন করল। দুর্গাপুরের মহানাগরিক বণিক সভার কর্তাদের সেই প্রস্তাবে সায় দিয়েছেন বলে খবর। বণিক সভার সভাপতি কবি দত্ত বলেন, কেবলমাত্র বায়ো টয়লেট নয় আমরা ব্যবসায়িদের ট্রেড লাইসেন্স প্রদানের জটিলতা কাটিয়ে স্বল্প মূল্যে স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়িদের ট্রেড লাইসেন্স প্রদান সহ ফুটপাথ দখল করে হকারদের বাড়বাড়ন্তের বিষয়টি মহানাগরিক দিলীপ অগস্তিকে গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন করেছি। বুধবার সিটি সেন্টারের এক হোটেলে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর এক গেট টুগেদার অনুষ্ঠানে দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি বণিক সভার সদস্যদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বণিক সভার আবেদন বিবেচনা করার কথা বলেন। জানা গেছে, বণিক সভার অর্থে বেনাচিতিতে ৪টি এবং দুর্গাপুর স্টেশন, মামড়া ও চন্ডীদাস মার্কেটে আরো ৪টি বায়ো টয়লেট বসানোর জন্য নগর নিগমের কাছে প্রতি বায়ো টয়লেটের জন্য ৬ ফুট x ৮ ফুট করে জমির জন্য আবেদন করেছেন দুর্গাপুর বণিক সভার কর্তারা।