বেনাচিতি হিন্দি ভারতীয় স্কুলে ৬ নভেম্বর স্কুলের ভিতর বহিরাগত তান্ডবে স্কুলের এক ছাত্রের মাথা ফাটে। বহিরাগতদের বাধা দিতে গেলে স্কুলের এক অশিক্ষক কর্মীও আহত হয়। এই ঘটনায় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ এসে অবস্থা সামাল দেয়। পরিস্থিতি শান্ত হতেই ফের স্কুল ক‍্যাম্পাসের আশপাশে বহিরাগতদের আসা যাওয়া শুরু হয়েছে। অবস্থা বেগতিক বুঝে স্কুলের ছাত্ররা নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর থানার দারস্থ হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ স্কুলে মোতায়েন করা হলেও স্কুলের ছাত্র-ছাত্রীরা এক অজানা আতঙ্কে ভুগছে। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি দেখার আশ্বাস দেন ডিসিপি অভিষেক মোদী। স্কুলের পরিচালন সমিতির সভাপতি কল‍্যাণ গুপ্তও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কথা জানান।

Like Us On Facebook