গত দু’বছর আগে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমস্ত কমিটি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর নির্দেশে ভেঙে দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোটের বৈতরণী পার হতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের উপর শেষমেশ ভরসা রেখে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নতুন কমিটি গঠন করে সভাপতির গুরু দায়িত্ব সঁপে দিলেন।

শুক্রবার নবান্নে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস সহ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন ও দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ রুমা পাড়িয়ালের উপস্থিতিতে দুর্গাপুর শিল্পাঞ্চলের জনপ্রিয় শ্রমিক নেতা বিশ্বনাথ পাড়িয়ালকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসি’র গুরু দায়িত্ব কাঁধে চাপিয়ে দেন।

জানা গেছে, নতুন কমিটি গঠনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসনকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেন। বর্তমানে বিশ্বনাথবাবু সস্ত্রীক কলকাতায় রয়েছেন। শনিবার তিনি ব‍্যক্তিগত কাজে হায়দরাবাদ যাচ্ছেন। ৪ জুলাই হায়দরাবাদ থেকে ফিরে বিশ্বনাথবাবু পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন বলে ফোনে বর্ধমান ডটকমকে জানান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নব নির্বাচিত সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।

এদিকে বিশ্বনাথ পাড়িয়ালকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ডেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়ায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে কলকারখানার শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া বইতে থাকে। একদিকে কংগ্রেসের বিধায়ক অথচ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়ে পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস নেতৃত্ব তীব্র প্রতিবাদ জানায়।

Like Us On Facebook