অতিমারি সহ নানান বিপদ-আপদে জর্জরিত ভারত সহ গোটা বিশ্ব। তাই বিশ্বের মঙ্গল কামনায় বিশ্বকল্যাণ যজ্ঞের আয়োজন করা হল দুর্গাপুরে দামোদরের বিসর্জন ঘাটে। রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দুর্গাপুর শাখার পক্ষ থেকে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল দেখেছে মানুষ। সেই দগদগে ঘায়ের স্মৃতি কাটতে না কাটতেই ফের করোনার তৃতীয় ঢেউ কড়া নাড়ছে দরজায়। আগষ্ট শেষে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, এমনই অনুমান করছে আইসিএমআর। ফের আবারও এক মৃত্যু মিছিলের আতঙ্কে মানুষ। পাশাপাশি নানান অশান্তি ও প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ চলছে বিশ্বজুড়ে। এই অবস্থায় বিশ্বশান্তির লক্ষ্যে ও অতিমারি থেকে বিশ্বের মানুষকে বাঁচাতে ঈশ্বরের কাছে বিশ্বের মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হল দুর্গাপুরে। দুর্গাপুর ব্যারেজ বির্সজন ঘাট সংলগ্ন দামোদর নদের তীরে রবিবার এই বিশ্বকল্যাণ যজ্ঞের আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দুর্গাপুর শাখার সদস্যরা।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের মঙ্গল কামনায় আয়োজন করা হয়েছে এই মহাযজ্ঞের। মহাযজ্ঞ উপলক্ষে দুর্গাপুর ব্যারেজ বিসর্জন ঘাটে এলাকার মানুষজনও হাজির হন। করোনা বিধি মেনেই রবিবার আয়োজন করা হয় এই মহাযজ্ঞের।

Like Us On Facebook