কয়েক মাস ধরে দুর্গাপুর শহরে একের পর এক বাইক চুরিতে বাইক চালকরা দিশেহারা হয়ে পড়েছিলেন। একই সঙ্গে বাইক চোর ধরতে গিয়ে পুলিশেরও নাজেহাল অবস্থা হয়। কোনভাবেই পুলিশ চোর ধরতে পারছিল না। বুধবার শেষমেশ দুর্গাপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বাইক চুরি চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করল। ধৃতদের নাম আবু আলি, ছোটন বাদ্যকর ও আনন্দ সাউ। আবু আলির বাড়ি অন্ডাল থানার অন্তর্গত নয়া মহল্লা। ছোটন ও আনন্দের বাড়ি কাঁকসায়।
ধৃতরা পান্ডবেশ্বর, উখরা, অন্ডাল ও দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে বীরভূমে নিয়ে গিয়ে বিক্রি করত বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বুধবার দুর্গাপুর আদালতে পুলিশ হাজির করলে বিচারক ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, বাইক চুরি চক্রের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের অন্যান্যদেরও ধরা হবে শীঘ্রই।