.

দুর্গাপুরের ভিড়িঙ্গী আমরা ক’জন ক্লাবের উদ্যোগে আমরা ক’জন কালী মন্দিরের নব নির্মিত মন্দিরের রবিবার সাড়ম্বরে প্রতিষ্ঠা হল। এদিন সকালে মহিলাদের ১০০৮ কলস নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়, শোভাযাত্রায় পা মেলান ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মন্দিরে দিনভর যাগযজ্ঞ ও ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নব নির্মিত মন্দিরের উদ্ধোধন করেন প্রভাত চট্টোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন ভিড়িঙ্গী কালী মন্দিরের সেবায়েত সাধন কুমার রায়।







Like Us On Facebook