অসমে বাঙালি হত্যার প্রতিবাদে দেশ তথা রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল। রবিবার তিনসুকিয়ায় নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করে তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের এক প্রতিনিধি দল। কর্মীদেরও তৃণমূল স্তরে পথে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীরা। মিছিলটি খালাসিপাড়া ওয়ার্ড অফিস থেকে শুরু হয়ে সমস্ত ওয়ার্ড পরিক্রমা করে সেখানেই শেষ হয়। নেতৃত্ব দেন কাউন্সিলর মহম্মদ সেলিম, মহিলা নেত্রী মনিকাবালা মন্ডল সহ অন্যান্যরা।

অসমে গণহত্যায় এবার পথে নামল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটিও। কমিটির উদ্যোগে রবিবার কার্জনগেট চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা থেকে দেশের সংহতি রক্ষার আহ্বান জানানো হয়। পাশাপাশি সমালোচনা করা হয় বিজেপির সাম্প্রদায়িক নীতিরও। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি আভাষ ভট্টাচার্য্য, সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী সহ অনান্যরা।

Like Us On Facebook