দুর্গাপুরে বিধান নগরের ফার্মাসি কলেজ ডা. বিসি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড হেল্থ সায়েন্স ক্যাম্পাসে দুর্গাপুরের ডা. বিসি রায় গ্রুপ অফ ইনস্টিটিউশনের উদ্যোগে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি যোজনার অধীনে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে উন্নত মানের জেনেরিক ঔষুধ দেওয়ার কেন্দ্রটির সূচনা হয়। সূচনা করেন দুর্গাপুরের মিশন হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. দেবাশীষ ঘোষ। ডা. বিসি রায় গ্রুপ অফ ইনস্টিটিউশনের দুই কর্ণধার তরুণ ভট্টাচার্য ও জার্নেল সিংয়ের তত্ত্বাবধানে জন ঔষধি কেন্দ্রটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. বিসি রায় ফার্মাসি কলেজের অধ্যক্ষ, পড়ুয়া, কলেজের কর্মী ও স্থানীয় মানুষ সহ জন ঔষধি কেন্দ্রের কর্মকর্তারা।

জানা গেছে, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি যোজনার অধীনে দেশের বিভিন্ন রাজ্যে বহু জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোলের পর দুর্গাপুরে চালু হল জন ঔষধি কেন্দ্র। এই জন ঔষধি কেন্দ্র থেকে পাওয়া যাবে ৭০০-র অধিক উন্নত মানের জেনেরিক ঔষধ, মেডিক্যাল সরঞ্জাম ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র। ইতিমধ্যে এই জন ঔষধি কেন্দ্র সারা দেশে মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে বলে জানা গেছে। দুর্গাপুরের ডা. বিসি রায় গ্রুপ অফ ইনস্টিটিউশনের হাত ধরে প্রথম দুর্গাপুরের মানুষের হাতে স্বল্প মূল্যে উন্নত মানের ঔষধ তুলে দিতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পথ চলা শুরু করল।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook