২১ জুলাইয়ের সমর্থনে লাগানো পতাকা, ফ্লেক্স ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তজেনা ছড়াল বর্ধমান থানার দেওয়ানদিঘি ও মির্জাপুর এলাকায়। এমনকি ভাঙচুর করা হয় তৃণমূল নেতার গাড়িও। অভিযোগের তীর বিজেপির দিকে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

জানা গেছে, ২১ জুলাই তৃণমূলের সমাবেশের সমর্থনে বর্ধমানের মির্জাপুর তৃণমূল কার্যালয়ের সামনে টাঙানো হয়েছিল ফ্লেক্স। বুধবার রাতে কে বা কারা সেই ফ্লেক্স ছিঁড়ে দেয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মির্জাপুর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় টাঙানো পতাকা, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে ইট-পাটকেল ছুঁড়ে জানালার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ির সামনে রাখা গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা জড়িত নয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook