প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে দামোদরের বীরভানপুর ঘাটের সৌন্দর্য্যায়নের কাজ শুরু হল। এই প্রকল্পের বাস্তব রূপায়ন সম্পন্ন হলে সমগ্র দুর্গাপুরবাসীর দুর্গাপুজা সহ বিভিন্ন পুজার প্রতিমা বির্সজন সহ দুর্গাপুরের মানুষ দামোদরের সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। একই সঙ্গে দামোদরের ঘাটে মহিলাদের স্নানের পর পোষাক পরিবর্তনের জন্য একটি ঘর নির্মাণ করা হচ্ছে চার লক্ষ ছিয়ান্নবোই হাজার টাকা ব্যয়ে। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী নারকেল ফাটিয়ে বীরভানপুরের দামোদর ঘাটের সৌন্দর্য্যায়নের কাজের সুচনা করেন। দুর্গাপুর নগর নিগমের কমিশনার কস্তুরি সেনগুপ্ত সহ নগর নিগমের অন্যান্য পারিষদরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্গাপুর পুর নিগমের নির্বাচনের পূর্বেই শাসকদল তৃণমুল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগমের বোর্ড মানুষের মন জয় করতে প্রত্যেকদিনই কোন না কোন প্রকল্পের উদ্ধোধন করছে। দামোদরের ঘাট সংস্কার করে সৌন্দর্য্যায়ন তার অন্যতম একটি প্রকল্প বলে জানা গেছে।

Like Us On Facebook