চোখের জলে শেষ শ্রদ্ধা জানাল দুর্গাপুরের মানুষ এভারেস্ট বিজয়ী পর্বতারোহি পরেশ নাথকে। বৃহস্পতিবার মধ্য রাত্রিতে দুর্গাপুরে এসে পৌঁছয় দুর্গাপুরের গর্ব পরেশ নাথের কফিন বন্দি নিথর দেহ। রাত্রি টুকু ডিএসপি মেন হাসপাতালের মর্গে পরেশ নাথের নশ্বর দেহ রাখার পর শুক্রবার সকালে  পরেশ নাথের বাড়ীতে স্ত্রী সবিতাদেবী ও পরেশ নাথের শিশু পুত্র অদ্রিশেখরকে পরেশ নাথকে শেষ দেখা দেখানো হয়। মানুষের ঢল নামে এভারেস্টজয়ীকে শেষ দেখা দেখতে। এর পর পরেশ নাথের কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় পরেশ নাথের অতি প্রিয় দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। সেখানে দুর্গাপুরের বিভিন্ন প্রশাসনিক কর্তা সহ দুর্গাপুরের পুর্ব ও পশ্চিমের দুই বিধায়ক সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুর্গাপুরের কৃতিমান পুরুষকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এর পর পরেশ নাথের নশ্বর দেহ পৌঁছয় দুর্গাপুর নগর নিগমে। সেখানে নগর নিগমের সকলে ও এডিডিএ’র চেয়ারম্যান সহ তৃণমুল কর্মীরা শেষ শ্রদ্ধা জানানোর পর পরেশ নাথের নশ্বর দেহ মহা প্রস্থানের উদ্দেশ্যে দুর্গাপুরের বীরভানপুর মহা শ্মশানের দিকে রওনা হয়। পথে অগণিত মানুষ এভারেস্ট জয়ীকে চোখের জলে রাস্তার ধারে দাঁড়িয়ে মহা প্রস্থানের পথে চির বিদায় জানান।

Like Us On Facebook