১ বৈশাখ থেকে দুর্গাপুরে নির্দিষ্ট মানের থেকে পাতলা প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ ব‍্যবহার নিষিদ্ধ। বুধবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা এই নির্দেশ জারি করলেন। দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের সঙ্গে বুধবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা।

১ বৈশাখের আগে দুর্গাপুরের বিভিন্ন বাজার এলাকায় মাইকিং করে নির্দিষ্ট মাইক্রনের নীচে প্লাস্টিক ব‍্যবহারের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হবে। কেউ প্রশাসনিক নির্দেশ অমান‍্য করলে কড়া হাতে দুর্গাপুর মহকুমা প্রশাসন যে তার মোকাবিলা করবে তাও বুধবারের বৈঠকে জানিয়ে দেওয়া হয়। এর আগেও প্লাস্টিক ব‍্যবহারের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু কড়া নজরদারির অভাবে তা বেশি দিন কার্যকরী হয়নি। দুর্গাপুরকে গ্রীন সিটি প্রকল্পের আওতায় আনতে হলে প্রথমেই দূষণ রোধ করতে না পারলে স্মার্ট সিটির মত গ্রীন সিটির তকমাও অধরাই থেকে যাবে বলে প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন।

Like Us On Facebook