ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সবার আগে দরকার সচেতনতা। আর সেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই মঙ্গলবার অ্যাপোলো গ্লেনঈগলস হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা দুর্গাপুরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এই চিকিৎসকরা বলেন শিল্পাঞ্চল হওয়ায় আসানসোল দুর্গাপুর দূষণ প্রবন এলাকা। সাধারণত দূষণ প্রবন এলাকায় ক্যান্সারের মতো মারণ ব্যাধি বেশী দেখা যায়। সচেতনতার অভাবে মানুষ বুঝতে পারে না শরীরে এই মারণ ব্যাধির উপস্থিতি। প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। ক্যান্সার থেকে বাঁচতে কি উপায় অবলম্বন করা যায় তার পথও বাতলান এই চিকিৎসকরা। মানুষকে ক্যান্সার সচেতন করতে বিভিন্ন উদাহারণ তুলে ধরেন তিন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল ঘোষ, ডাঃ আখতার জাইদি ও ডাঃ বিকাশ কুমার আগরওয়াল।
ওই চিকিৎসকরা জানান অ্যাপোলো গ্লেনঈগলস হাসপাতালে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ক্যান্সার চিকিৎসার সবরকমের সুবন্দোবস্ত৷ ক্যান্সার চিকিৎসায় এই হাসপাতালের ‘প্রিসিসন অঙ্কোলজি’ যথেষ্ট সুনাম অর্জন করেছে। ক্যান্সার চিকিৎসার এই পদ্ধতিটি সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে এই হাসপাতাল৷ ক্যান্সার চিকিৎসার নবতম প্রযুক্তি নোভালিস টিএক্স মেশিনের সাহায্যে শরীরে ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে৷ এই মেশিনটি রেডিও থেরাপির কাজে ব্যবহার করা হয়৷ রেডিও থেরাপি, কেমো থেরাপি ও সার্জারির মিলিত চিকিৎসায় ক্যান্সার সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।