nursing-home-raid-3মঙ্গলবার বর্ধমানের জেলাশাসক বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বর্ধমান শহরের বেশ কয়েকটি নার্সিংহোমে হানা দেন। ওই নার্সিংহোমগুলিতে হানা দিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে দুটি নার্সিংহোম সিল করে দেন। এছাড়াও দুটি নার্সিংহোম কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য চিঠি দেন।

nursing-home-raid-4জেলাশাসক সৌমিত্র মোহন বলেন,”প্রায়শই আমরা জেলার বিভিন্ন প্রান্তের নার্সিংহোমগুলির পরিকাঠামো ও সরকারি বিভিন্ন নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখি। আজ আমরা চারটি নার্সিংহোমে পরিদর্শন করে নানান অনিয়ম দেখতে পাই। নবাবহাটের কাছে একটি নার্সিংহোমের ফ্রীজ থেকে মেয়াদ উত্তীর্ণ রক্তের প্যাকেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায় এবং নানান অনিয়ম ধরা পড়ে। এছাড়াও কয়েকটি নার্সিংহোমে বেশ কিছু অনিয়ম পাওয়ার পর দুটি নার্সিংহোম সিল করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া নার্সিংহোমগুলি হল নবাবহাট নার্সিংহোম ও সিম্‌স নার্সিংহোম। ওই নার্সিংহোমগুলিতে চিকিৎসাধীন রোগীদের বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। জেলাজুড়ে আমাদের এই অভিযান চলবে।”