চলন্ত অটোতে এক কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে অটো থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ। ওই কলেজ পড়ুয়া ট্রাঙ্ক রোডের বাসিন্দা। নির্যাতিতা কলেজ ছাত্রী বলেন, ‘ট্রাঙ্ক রোড থেকে শেয়ারে অটো ধরি সিটি সেন্টার যাওয়ার জন্য। অটোর পিছনে দুই যুবতী ও একজন যুবক থাকায় অটো চালক তাঁকে অটোর সামনে বসতে বলেন। এরপর এক যুবক ফের অটোতে উঠলে অটো চালক আমাকে অটো চালকের পাশে বসতে বলেন।’
নির্যাতিতা কলেজ পড়ুয়ার অভিযোগ, অটো চালাতে গিয়ে অটো চালক ইচ্ছাকৃতভাবে তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন। বার বার প্রতিবাদ করা সত্ত্বেও অটো চালক নিজেকে সংযত না করে উল্টে তাঁর সঙ্গে ঝগড়া করতে থাকেন। আমি অটো থামিয়ে নামিয়ে দিতে বললে অটো চালক বলেন, আমি সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে গিয়ে অটো থামাবো। এরপর আমি কিছু বলার আগেই অটো চালক আমাকে ধাক্কা দিয়ে অটো থেকে ফেলে দিয়ে দ্রুত চলে যায় অটো স্ট্যান্ডের দিকে। অটো থেকে ফেলে দিলে তিনি আহত হন বলে অভিযোগ। কলেজ ছাত্রীর আরও অভিযোগ, এতসব ঘটনার পর ওই অটোতে বসা দুই জন মহিলা বা পুরুষরা কেউ কোন প্রতিবাদ করল না। জানা গেছে, কলেজ পড়ুয়া পরে সিটি সেন্টার ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।