File Picture

গৃহস্থের বাড়ি থেকে একটি গন্ধগোকুল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সদরঘাট পূর্তভবন সংলগ্ন হুচুকপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুর নাগাদ এলাকারই বাসিন্দা গনেশ চক্রবর্তী নিজের বাড়িতে দেখতে পান গন্ধগোকুলটিকে।

প্রথমে আতঙ্কিত হয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে উদ্ধার করে পূর্ণবয়স্ক এই গন্ধগোকুলটিকে। স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় গন্ধগোকুলটিকে। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গন্ধগোকুলটি সুস্থই আছে। আপাতত তাকে রমনাবাগান মিনি জুতে রাখা হয়েছে। বিরল প্রজাতির এই প্রাণিটি খাবারের সন্ধানেই লোকালয়ে চলে আসে বলে মনে করা হচ্ছে।


Like Us On Facebook