দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বর্ধমানে ফুঁসছে দামোদর। দুই বর্ধমানে এক টানা বর্ষণ চলছে। ব্যাপক বৃষ্টি হচ্ছে ঝাড়খন্ডেও। ফলে মাইথন, পাঞ্চেত জলধার থেকে জল ছাড়া চলছে। জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজও। তার ফলে বর্ধমানে দামোদরের জল স্তর বেড়েছে অনেকটাই। তবে এই জল ছাড়ার ফলে এখনই বন্যার আশঙ্কা নেই বলেই জানিয়েছে সেচ দফতর।

দামোদর জলস্তর অনেকটাই বেড়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, রায়না, জামালপুরের বাসিন্দারা। খণ্ডঘোষের গৈতানপুর, চরমানা ও তার আশপাশ এলাকায় ভাঙন শুরু হয়ে গেছে। বর্ধমানের চৈত্রপুরে ধস ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। দামোদরের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল বাড়ছে মুন্ডেশ্বরী নদীতেও। ঝাড়খন্ডে বর্ষণ চলতে থাকলে মাইথন, পাঞ্চেত জলধারের পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে, সে ক্ষেত্রে দামোদরের জল আরও বাড়লে ভাঙন ব্যাপক আকার নিতে পারে বলে মনে করছেন নদী তীরবর্তী বাসিন্দারা।

Like Us On Facebook