লোকালয় থেকে উদ্ধার হল পাঁচটি গন্ধগোকুল। মা গন্ধগোকুলের সঙ্গে ছিল চারটি শাবক। বর্ধমানের ইছলাবাদ থেকে উদ্ধার হয় গন্ধগোকুলগুলি। বর্ধমান শহরের ৫ নং ইছলাবাদের বাসিন্দা আলোক পালের বাড়ি থেকে উদ্ধার হয় এই প্রাণীগুলি। আলোক পাল প্রাণীগুলিকে দেখতে পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই সংস্থার সদস্যরা হাজির হন ইছলাবাদ এলাকায়। উদ্ধার করা হয় মা গন্ধগোকুল সহ ও বাচ্চাদের। শারীরিক পরীক্ষার পর গন্ধগোকুলগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
Like Us On Facebook