দুর্গাপুরে বিরোধীরা নিজেদের কর্ম ফলেই শূণ্য হয়েছে। সারা বছর তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের সুখ দুঃখে সঙ্গে থাকে তাই মানুষই ফের তৃণমূলকে পৌরসভার দায়িত্ব তুলে দিয়েছে। দুর্গাপুর পুরভোটের ফল প্রকাশের পর আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি এই কথা বলেন। তিনি বলেন দুর্গাপুরে সিপিএম, বিজেপিকে কেবল ফেসবুকেই পাওয়া যায়। বাস্তবে মানুষের সঙ্গে কোন সম্পর্ক নেই বিরোধীদের। আসানসোলের মেয়র এদিন জয়ের মুডেই দলীয় সমর্থকদের নিয়ে কাউন্টিং সেন্টারে আসেন। দুর্গাপুর জয়ের অন্যতম কান্ডারী জিতেন্দ্র তেওয়ারি বিজয়ী প্রার্থীদের নিয়ে ফটো সেশনে দাঁড়ান। জিতেন্দ্র বাবু বলেন, দুর্গাপুরে বাচ্ছা জন্ম নিলেও সেই অনুষ্ঠানে থাকে তৃণমূল আর কেউ মারা গেলেও বিপদে পাশে থাকে তৃণমূল, দুর্গাপুরের সর্বত্র যেখানে তৃণমূল সেখানে বিরোধী শূন্য হল দূর্গাপুর পৌর সভা।
Like Us On Facebook