প্রতীকি ছবি, সংগৃহীত

কোভিড মোকাবিলায় পান্ডবেশ্বর বিধানসভার বাসিন্দাদের জন্য এন-৯৫ মাস্ক বিতরণের উদ্যোগ নিলেন জিতেন্দ্র তিওয়ারি। চলতি মাসের ছাব্বিশ তারিখে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। নির্বাচনের ফল ঘোষণা আগামী ২ মে। এরই মধ্যে পান্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি মহামারি মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে মাস্ক বিতরণে উদ্যোগী হলেন।

আজ আসানসোলের একটা বেসরকারি হলে অন্যান বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে পান্ডবেশ্বর বিধানসভার বাসিন্দাদের উদ্দেশ্যে করোনা মোকাবিলায় ফোন নম্বর জারি করলেন পান্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। একই সঙ্গে পান্ডবেশ্বর বিধানসভার বাসিন্দাদের উদ্দেশ্যে মাস্ক বিতরণের কথা বললেন। জিতেন্দ্রবাবু জানান, পান্ডবেশ্বর বিধানসভার বাসিন্দাদের যদি মাস্ক প্রয়োজন হয় তা হলে আমাদের ফোন নম্বরে (৭৮৬৫৯০২০৯৪/৭৮৬৫৯৪৭৫৪৫) যোগাযোগ করলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপি নেতৃত্ব বাড়িতে বাড়িতে উন্নত মানের এন-৯৫ মাস্ক পৌঁছে দেবে। এছাড়াও আগামী ৩০ তারিখ থেকে পান্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বিজেপি মন্ডলের নেতৃত্বরা মাস্ক পৌঁছে দেবেন। জিতেন্দ্রবাবু জানান, ফলাফলের জন্য বসে থেকে লাভ নেই। মানুষের সেবাই হলো ধর্ম। সুতরাং যেভাবে কোভিড পরিস্থিতি সাংঘাতিক আকার নিয়েছে, তার জন্য প্রত্যেকটি মানুষের কাছে আপাতত মাস্ক পৌঁছে দেওয়া তাঁর প্রথম কাজ বলে মনে করেন।

Like Us On Facebook