দুর্গাপুর পৌরসভা বিরোধী শূন্য হয়ে গেল। বৃহস্পতিবার ৪২ টি আসনের ফল ঘোষণার পর দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনই দখল করেছে। পূর্বেই ১৭ নং আসনটি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতেছে তৃণমূল। বিরোধীরা ৪৩-০ আসনে পরাজিত হল। ২০১২ সালের পুরভোটে দুর্গাপুর পৌরসভার ৪৩ টি আসনের মধ্যে বামফ্রন্ট ১১, কংগ্রেস ১, বিজেপি ১ ও নির্দল ১ টি আসন পায়। পরে নির্দল ও বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দেয়। তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ৩১। এবার দুর্গাপুর পৌরসভায় শাসক দল তৃণমূল কংগ্রেস একাই ৪৩ টি আসন পেল। তবে দুর্গাপুরের ১৩ নং ওয়ার্ডে বিজেপি এবার শাসক দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়ে হেরেছে। মাত্র ১০০ ভোটের ব্যবধানে হেরেছে বিজেপি প্রার্থী পঙ্কজ গুপ্তা। বিজেপির অন্যান্য ওয়ার্ডের থেকে অনেকটাই ভাল ফল করেছেন পঙ্কজ গুপ্তা। বামফ্রন্ট তৃণমূলের এই জয়কে গণতন্ত্র লুঠের জয় বলে আখ্যা দিল। বামফ্রন্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পুরনির্বাচনে প্রশাসনিক প্রহসন নিয়ে মামলা দায়ের করেছে। আগামীকাল তার শুনানি।