রবিবার সিধু কানু স্টেডিয়ামে কর্মী সম্মেলনের পর তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গাপুরে রাত্রিযাপন করে সোমবার সাত সকালেই দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব অভিযোগ শুনতে মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বপন দেবনাথ, আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি, বিধায়ক সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা দুর্গাপুরের ১৫নং ওয়ার্ডের মহিষ্কাপুর, ৯ নং ওয়ার্ডের সেকেণ্ডারী মোড়, ২১ নং ওয়ার্ডের শ্রীনগর পল্লী ও ২৮ নং ওয়ার্ডের সগড়ভাঙ্গা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে যান এবং কর্মীদের অভাব অভিযোগের কথা শোনেন।