দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সগড়ভাঙ্গায় রাজ্য সরকারের ডেয়ারিতে এবার মাদার ডেয়ারির আইসক্রিম উৎপাদন হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই ৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ডেয়ারিতে এলেও কাজ চলছে ঢিমে তালে। আগামী মার্চ মাস থেকে এই ডেয়ারি থেকে মাদার ডেয়ারির আইসক্রিম উৎপাদন শুরু হবে। দুর্গাপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সোমবার দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এর মাঝে মন্ত্রী স্বপন দেবনাথ ঘুরে গেলেন সগড়ভাঙ্গার এই দুগ্ধাগারে। খোঁজখবর নিয়ে জানলেন আইসক্রিম উৎপাদনের হাল-হকিকৎ।