করোনা আক্রান্ত হলেন দুর্গাপুর মহকুমা প্রশাসনের আরও এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের কোভিড পজেটিভ রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য মলানদিঘির সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। শুক্রবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, দুর্গাপুর মহকুমা প্রশাসনের যে সমস্ত আধিকারিক করোনা আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের সংস্পর্শে এসেছেন তাঁদের হোম কোয়রান্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মহকুমাশাসক অনির্বাণ কোলে সহ দফতরের পঞ্চাশ জন হোম কোয়রান্টাইনে যান। দুর্গাপুর মহকুমা প্রশাসন বিল্ডিংয়ের পরিবহণ দফতর, আদালত, পোস্ট অফিস সহ সমস্ত কার্যালয় সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, প্রথম করোনা আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, শনিবার রাতে ওই কোভিড টেস্টের একটি রিপোর্ট পজেটিভ আসে। ওই পজেটিভ রিপোর্টটি আর এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের। তাঁকে তড়িঘড়ি শনিবার সনাকা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘সোমবার পর্যন্ত মহকুমা কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এখন সোমবারের পর কি করা হবে তা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে।’

Like Us On Facebook