লকডাউনে স্কুল বন্ধ থাকা সত্বেও অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছে দুর্গাপুরে। এবার কলেজের ছাত্রীরাও কলেজের ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করলো। সোমবার দুর্গাপুরের উইমেন্স কলেজের পড়ুয়ারা কলেজের ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখায়।

পড়ুয়াদের দাবি, লকডাউনের আগে থেকেই তাদের মাসিক ফি বেশি নেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে কোন কথা বলতে চাইছেনা বলে দাবি পড়ুয়াদের। তাছাড়া কলেজে ছাত্রীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা যথেষ্ট নেই বলে দাবি পড়ুয়াদের। এই সব দাবি নিয়ে কলেজ গেটের সামনে সোমবার বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পড়ুয়াদের হুমকি কলেজ কর্তৃপক্ষ যদি অবিলম্বে তাদের সঙ্গে আলোচনায় না বসে এবং ৫০ শতাংশ ফি না কমায়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে।

Like Us On Facebook