রাত পোহালেই শুক্রবার জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের ১৬৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক পুজো ও মহোৎসব অনুষ্ঠিত হবে। বাৎসরিক পুজো ও মহোৎসব উপলক্ষে প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দির রঙীন আলোয় নবরূপে সেজে উঠেছে। সঙ্গে প্রখ্যাত বাদকদের উপস্থিতিতে প্রবেশদ্বারে বসছে নহবত। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবারাত্রি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও পুজার্চনার মধ্যে মাতৃ আরাধনা চলার পর সন্ধ্যায় মূর্তি পরিবর্তন করা হবে। এরপরেই যাগযজ্ঞ সহকারে মহানিশায় ভিড়িঙ্গী মায়ের মূল পর্বের পুজো সম্পন্ন হবে। একই সঙ্গে সারারাত্রিব্যাপী প্রখ্যাত সব শিল্পীদের নিয়ে লোক সঙ্গীত ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। মধ্যরাতে মূল পর্বের পুজো শেষে নিশিরাতেই ব্রতী ও ভক্তদের ফুল ও প্রসাদ বিতরণ করা হবে।
ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের সেবাইত সাধন কুমার রায় বলেন, ‘প্রতি বছরই লক্ষাধিক ভক্তের সমাগম হয় মায়ের মহোৎসবে। দেশ-বিদেশ থেকে মাতৃ আরাধনায় ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে। নিশিরাত্রে মূল পুজোর পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।’ বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের ঢল নেমেছে মন্দিরে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রাচীন এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম উপলক্ষে কড়া পুলিশি ব্যবস্থা থাকছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।