স্থানীয় ব্যবসায়ীদের আবেদনে নয়, শাসক দলের মহামিছিলের প্রাক্কালে দুর্গাপুরের প্রান্তিকার আনন্দ গোপাল সরণির খানাখন্দে ভরা রাস্তা বুধবার তড়িঘড়ি সিমেন্ট দিয়ে মেরামত করা হল। আনন্দ গোপাল সরণি ধরে বুধবার বিকেলে ছিল ২১ জুলাইয়ের সমর্থনে তৃণমূলের মহামিছিল। তার আগে বুধবার সকালেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হয় প্রান্তিকার আনন্দ গোপাল সরণির খানাখন্দে ভরা রাস্তা। মঙ্গলবার রাতে গর্ত এড়াতে গিয়ে এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্কুটি আরোহী এক শিশু।
উল্লেখ্য, মঙ্গলবার রাত দশটা নাগাদ কনিষ্কর বাসিন্দা এক দম্পতি তাঁদের শিশু কন্যা সম্পূর্ণাকে নিয়ে স্কুটি করে প্রান্তিকার ওই গর্ত এড়াতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি গাড়ির চাকার মধ্যে সম্পূর্ণার বাঁ পাটি আটকে যায়। সম্পূর্ণার পায়ে আঘাত লাগলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় ব্যবসায়ীরা শিশুটির পায়ে জল ঢেলে শুশ্রূষা করেন। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগম সহ স্থানীয় কাউন্সিলরকে বলা সত্বেও কোনভাবেই এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। ব্যবসায়ীরা বলেন, রোজই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
বুধবার সকালে রাস্তাটি সংস্কার হওয়ার পর ব্যবসায়ীরা বলেন, আমরা বারবার বলা সত্বেও এতদিন রাস্তাটি সংস্কার করা হয়নি। এই রাস্তা ধরে বুধবারের মহামিছিল ও মন্ত্রী অরূপ বিশ্বাসের আগমনের জন্যই খানাখন্দে ভরা রাস্তায় সিমেন্ট-বালির প্রলেপ পড়ল। পাশাপাশি রাস্তাটি মেরামত হওয়ায় ব্যবসায়ীরা যে খুশি, সে কথাও জানান তাঁরা।